বিশ্বব্যাপী মহামারি রুপ নেয়া করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ইন্ডিয়া। এ অবস্থায় নিজেদের জন্য মার্কিন সরকারের কাছে ভ্যাকসিন চাইলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
আজ (২৭ এপ্রিল) টুইটারে এ আবেদন করেন তিনি। টুইট বার্তায় তিনি বলেন” ভারতকে এভাবে লড়তে দেখে আমার মন ভেঙ্গে গেছে। আমাদের এমন জটিল পরিস্থিতে তোমরা কি আমার দেশের সাথে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে?”
তার এ টুইটের সমালোচনা করছেন কেউ কেউ। তারা বলছেন এ টুইট আরো দুই সপ্তাহ আগে করা উচিত ছিল।
আবার অনেকে প্রিয়াঙ্কার এ টুইটকে সাহসী বলে তাকে সামর্থন জানিয়েছেসন।