বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্লাবগুলো দ্বিতীয় পর্ব শুরুর আগেই তাদের পাওনা টাকা পেয়ে যাবেন। এমনটিই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। ৩০ এপ্রিলের আগেই ক্লাবগুলো চেক পেয়ে যাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত ৯ এপ্রিল প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও চলমান লকডাউনের কারনে তা পিছিয়ে যায়।
বেশীরভাগ ক্লাবের মতামতে ৩০ এপ্রিল খেলা মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। তবে লকডাউনের মধ্যে ঢাকার বাইরে কোন ম্যাচ হবে না। সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।