ঢাকার মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে শাহীন নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় লক্ষীপুর-১ এর সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় সুমন বাহীনির সুমনসহ সবাইকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ওসী গণমাধ্যমকে জানান,সুমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তার নামে একাধিক মামলা রয়েছে।
গত রোববার (১৬-মে) বাসার সামনে সুমনবাহিনী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে শাহীন নামে ওই যুবককে। এসময় তার ৭ বছরের শিশু সন্তানও ছিল কার সাথে। মোবাইলে ধারন করা ভিডিওতে দেখে যায় মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এলোপাতাড়ি কোপানো হয় তাকে।
নিহতে স্ত্রী লক্ষীপুর-১ এর সাবেক এমকি এম এ আউয়ালকে এক নাম্বার আসামী করে মামলা করে কাকে আজ গ্রেপ্তার করা হয়।