জনপ্রিয় ইসলামি বক্তা, মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে মুফতি হামজাকে গ্রেফতার করা হয়।