লিপস্টিকের সেডটা
ঝুলে পড়া পেটটা,
চামড়ায় ভাজ পড়া
ফোলা ফোলা মুখটা….
দর্পণে চোখ পড়ে
তিতকুটে মনটা। 😠😠
হুলো এসে পায়,
গা ঘেষে দাড়ায়।
ধুত্তোরি সর..
দুরে গিয়ে মর।
বেশি ঢং দেখে করে
বুক ধড়ফড়!!!
উঠোনের গাছটায়
ওত ফুল কেনো ভাই?
বেশি ভাল, ভাল নয়
কেউ বুঝি বলে নাই?
🤔
সারাক্ষন চোখ পড়ে
আধ খালি গ্লাসটায়।
বাকি আধা ভরা তাতে
আমার কি এসে যায়??
😏
ঢলে পড়া আলো,
সেই বেশি ভাল।
গনগনে সূর্যটা
বড় সে ঝাঝালো!!
🙄
উৎসবে-পার্বনে
ওত চেচামেচি কি??
জওয়ানির যোশ যেনো
মোরা কভু দেখিনি!!!
🤨
ভাল যা সবই শেষ,
নোংরাতে ভরা দেশ।
এই ভেবে খিটমিটে
হয়ে ওঠে মনটা।
কিম্ভুৎ কিমাকার
পোষাকের সমাহার,
শালিনতা রুচিবোধের
পড়ে গেছে হাহাকার!!
উপরের সবকিছু
মিলে যদি গেল ভাই__
মাফ চাই দুঃখীত
আমি তোর দলে নাই।
আমি হাসি প্রান খুলে
গলা ছেড়ে গান গাই।
প্রিয়জনে সুখ খুজি
বন্ধুকে পাশে চাই।
নাই নাই করে দিন
করে দিলি পার
সম্ভাবনার দার
ছিল যে অপার।
দোষ খুজে শান্তি কি?
নিখুঁত তো কেও নয়__
নাই নাই করে কেন
সুদিনের অপচয়!!
ভাল সেতো ম্যালা আছে
আশেপাশে ছড়ানো।
ভালবাসা যত্নেতে জীবনকে মুড়ানো,
যায় না কি????
যায় যদি,
কেন মিছে দ্বন্দ???
ভালটাই দেখি শুধু
বাদ যাক মন্দ।।।।।।।।।।