জিনেদিন জিদানের সরে দাড়াবার পর রিয়ালের কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন কার্লো আনচেলত্তি। এমটাই খবর দিয়েছে মাদ্রিদের ক্রীড়া বিষয়ক পত্রিকা ‘মার্কা’। প্রকাশিত খবর অনুযায়ী মাওরেসিও পচেত্তিনো,আন্তোনিও কন্তে কিংবা রাউল গঞ্জালেজের চেয়ে রিয়াল মাদ্রীদের কোচ হবার সম্ভাবনা আনচেলত্তির বেশ জোড়ালো।
২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি। জিদান তখন তার সহকারী হিসেবে কাজ করেছিলন। ২০১৫ সালে লা-লীগায় রিয়ালের ব্যার্থতার পর কার্লো আনচেলত্তি সরিয়ে জিনেদিন জিদানকে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়।
রিয়ালের সাথে সব কিছু ঠিক হলে স্পেনে ফিরে আসতে পারেন এভার্টনের বর্তমান কোচকে।