নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল দেশের ক্রিকেট অঙ্গন। মাঠেই লাথি দিয়ে এবার স্টাম্প ভাঙ্গলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এলবিডব্লুর সাড়া না পেয়ে মেজাজ হারিয়ে এ কাজ করে বসেন তিনি। বাক-বিতান্ডায় জড়িয়ে পড়েন আম্পায়ার এবং সুজনের সঙ্গেও।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকের খেলায় মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং।
ঘটনাটা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে। মুশফিকুর রহিমের বিপক্ষে নিজের বোলিংয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন।