ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো এক’জন। গুলিবিদ্ধ একজনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও চরফ্যাশন ও মনপুরায় আরো ২০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে জানান, হাজারীগঞ্জ ইউনিয়নে বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে নেয়ার পর নিহত হয়েছেন। আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরফ্যাশনের মাদ্রাজ উনিয়নের ৯ নং ওয়ার্ডের ২ ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
তবে বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নে পুলিশের উপস্থিতে ভোট লুটের অভিযোগ করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান