স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদ করতে বাড়ির পানে ছুটছে মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ করতে বিভিন্ন ভাবে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ।
কেউ বাসে কেউ ট্রেনী আবার কেউ লঞ্চ যোগে যাচ্ছে বাড়ি। আজ লঞ্চে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।কেউ মানছে না স্বাস্থ্যবিধি। মাক্স ব্যবহারের উদাসীন।
কিন্তু প্রশাসন তৎপর তারপরও মানাতে পারছেনা মানুষের স্বাস্থ্য বিধি পড়াতে পারে না মাক্স। করুনার ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন কেন ? জিজ্ঞাসা করলে তারা বলে সরকার আমাদেরকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়েছে।
বিধিনিষেধ তুলে নিয়েছে। তাই আমরা যেভাবে হোক পরিবারের সাথে ঈদ করব। এটাই আমাদের পাওয়া। লঞ্চের ভাড়া নিয়েও রয়েছে অভিযোগ স্বাস্থ্যবিধি বা সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না। কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে দ্বিগুণ। লঞ্চস্টাপদের জিজ্ঞাসা করলে তারা বলে আমরা ভাড়া সরকারের নির্ধারিত মূল্যে রেখেছি কিন্তু ঈদের কারণে অল্প কিছু ভাড়া বাড়ানো হয়েছে।
বাসের যাত্রীরা অভিযোগ করেছে প্রত্যেক সীটে লোক নেওয়া হচ্ছে। কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না মোটেই।
এদিকে দেখা গিয়েছে গণপরিবহন গুলোর মধ্যে একমাত্র ট্রেনে এক সিট ফাঁকা রেখে এক সিটে যাত্রী নেয়া হচ্ছে। মানা হচ্ছে স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিসটেন্স। সরকারের বিধিনিষেধ মেনে চলছে ট্রেন।