সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থা কে পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমনক কোভিডের টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা দেখলাম, এই কোভিডেও তারা কীভাবে পুরো বিষয়টাকে উদাসীনতা, অযোগ্যতা, ব্যর্থতা দিয়ে জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এখন মানুষের সঙ্গে এতো বেশি তারা প্রতারণা করে, এতো মিথ্যা কথা বলে, এতো ভাঁওতাবাজি করে। দেখেন- এখন পর্যন্ত টিকাই সংগ্রহ হলো না অথচ তারা বলছে, ইউনিয়ন পর্যায়ে টিকা দেবে। এগুলো জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়।
‘এই সরকার একটা জিনিস খুব ভালো পারে, অবলীলায় গোয়েবলসীয় পদ্ধতিতে মিথ্যা প্রচার করতে থাকে এবং সেই মিথ্যাকে সত্য প্রমাণিত করতে থাকে।’
তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন যে, ভিখারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন সন্ত্রাসী দলবাজ নারীকে অধ্যক্ষ করা হয়েছে। আমরা দেখলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদেরকে উপাচার্য নিয়োগ দেয়া হলো তারা দুর্নীতি করছে। এভাবে তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই করোনার অজুহাতে তারা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দিয়েছে।’
‘স্বাস্থ্য ব্যবস্থা তো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যাংকিং সেক্টরকে গিলে ফেলেছে। তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করেছে।’
বর্তমান সংকট উত্তরণে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই অবস্থার পরিবর্তন চাই। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বন্দি হয়ে আছেন তাদের নেতৃত্বে আজকে দল সংগঠিত হচ্ছে। আমাদেরকে আন্দোলনে যেতে হবে এবং এই ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, সেই দানবকে সরিয়ে দিতে হবে।’