বড় ভাই এখনো বিয়ে করেননি। তাই পরিবার তাকে বিয়ের অনুমতি দিচ্ছিল না। প্রেমিকাকে বিয়ে করতে না পেরে তাই বিষপান করে আত্মহত্যা করলেন রিয়াজ(১৮) নামের এক যুবক।
ঘটনাটি ঘটেছে ভোলা জেলার শশীভূশন থানার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামে।
শশীভূশন থানার পুলিশ বৃহস্পতিবার সকালে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা থেকে জানা যায়, নিহত রিয়াজ কয়েক মাস ধরে অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। মোবাইল ফোনে ওই মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুববার ওই মেয়েকে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দেন। তার বড় ভাই অবিবাহিত থাকায় পরিবার থেকে বিয়েতে সম্মতি পাননি যুবক রিয়াজ। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে চালের পোকার মারার বিষের ট্যাবলেট খান রিয়াজ। ঘটনাটি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিজের প্রেমিকাকে বিয়ে করতে পরিবারের সম্মতি না পেয়ে ওই যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।