নায়িকা পরিমনির বিরুদ্ধে এখনি মামলা করবেন না ব্যাবসায়ী নাসির উদ্দিন আহমেদ। সাভারের বোটক্লাবের ঘটনায় পরিমনির বিরুদ্ধে মামলা করা কথা থাকলেও এখনি তিনি তা করছেন না, এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বোটক্লাবের ঘটনায় আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়েছিল পরীমনি। আমাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। আমি এ ঘটনার বিচার চেয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছি। তবে আজই মামলাটি করছি না। আগে দেখি তার বিরুদ্ধে র্যাব কী ধরনের ব্যবস্থা নেয়। এরপর আমি মামলা করব।
গতকাল রাতে পরীমনির বিরুদ্ধে মামলা করার কথা জানান নাসির উদ্দিন নিজেই। রাজধানীর বিমানবন্দর থানায় তিনি এই মামলাটি করতে চেয়েছিলেন।