1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

ক্রিকেট নিয়ে হস্তক্ষেপ করবেনা তালেবান, অংশ নিবে বিশ্বকাপেওঃ বোর্ড সিইও

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। একপ্রকারে বিনা রক্তপাতে কাবুল জয় করে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তারা।
সাবেক প্রসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়েছেন। ভয়ে-আশংকায় সাধারন আফগানিরাও পালানোর চেস্টা করছেন। তাদের মতই শঙ্কা তেখা দিয়েছে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি
এমন প্রশ্নে আশার বাণী শুনিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। তিনি জানান, তালেবানরা ক্রিকেট ভালবাসে এবং এই খেলাকে সমর্থন করে। তারা কাবুল দখল করলেও ক্রিকেটের বিষয়ে নাক গলায়নি।

তিনি আরো জানান, তালেবানের উত্থানে ক্ষতিগ্রস্ত হবে না আফগান ক্রিকেট।

আফগান ক্রিকেটার রশিদ খান দেশে অবস্থান করা তার পরিবারকে নিয়ে উদ্বেগের কথা জানালেও আফগানিস্তানে প্রত্যেক ক্রিকেটার ও তাদের পরিবার নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন আফগান ক্রিকেট বোর্ডের সিইও।

তিনি ক্রিকেটারদের আশ্বস্ত করে বলেন, আমার মনে হয় না এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে তালেবান। তাদের থেকে সমর্থনই আশা করছি, যাতে দেশের ক্রিকেট এগিয়ে যেতে পারে। একজন সক্রিয় চেয়ারম্যানকেও পেয়েছি। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত আমিই সিইও পদে বহাল থাকব।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র হেকমত হাসান জানান, পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ সূচি অনুযায়ীই হবে। ১ থেকে ৫ সেপ্টেম্বর ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার হাম্বানতোতায়। এ লক্ষ্যে ২৫ আগস্ট দেশ ছাড়বে আফগান জাতীয় দল। এর কয়েকদিন পর অনূর্ধ্ব-১৯ দল সফর করবে বাংলাদেশে। অর্থাৎ, ক্রিকেট যেভাবে চলার কথা, সেভাবেই চলবে তালেবান শাসনামলে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD