তিন বছর দুই মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। সোমবার রাতে কাশিমপুর কারাগার ২ থেকে মুক্তি পান তিনি। এ সময় কারা ফটকে ছাত্রদলের বর্তমান ও সাবেক বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরন করে নেন।
ইসহাক সরকারের মুক্তির পর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অবশেষে আমাদের প্রিয় সহযোদ্ধা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছে।’
২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করা হয়। ওই বছরে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্ত হন।