বরিশাল উপজেলা নির্বাহি অফিসারের বাসভবনে হামলা ও ছাত্র-যুবলীগের উপর পুলিশের হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবী করলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।
এসময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, “আমি এমন কোন কাজ করতে চাই না যাতে আমার দলের ক্ষতি হয়। আমার দ্বারা জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষতি হওয়ার আগে আমি পদত্যাগ করব। আপনারা সাংবাদিক ভাইয়েরা ঘটনার অর্ধেক ভিডিও দেখেছে, আমরা পুরো ভিডিও দেখতে চাই ।
মেয়র বলে, ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে,এর দায়ভার কে নেবে।
প্রয়োজনে আমি রিজাইন দেব তার পরেও ঘটনার সুষ্ঠু বিচার চাই” ।
মামলায় তাকে হুকুমের আসামি করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগের নেতারা জবাব দেবেন। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না।