ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তারা আলোচিত হলমার্ক মামলার এক ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ব্ল্যাকমেইল করছিলেন।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যাশা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ‘গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৫ লাখ টাকার চেক, নগদ ৫ লাখ টাকা, অন্যান্য নথিপত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।’
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।