সাভারের দক্ষিণ রাজাশনে এক প্রবাসীর স্ত্রীকে খুন করেছে দুর্বৃক্তরা। রাজাশন সার্ভ স্কুল সংলগ্ন এলাকায় বাসায় ডুকে গলা কেটে তাকে হত্যা করা হয়। নিহত রুমা আক্তারের (৩২) স্বামী মোবারক হোসেন সিঙ্গাপুর প্রবাসী।
আজ (বৃহস্পতিবার) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার রাজাশন এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী প্রবাসে থাকায় একমাত্র সন্তান নিয়ে বেশিরভাগ সময় বাবার বাড়ির একটি কক্ষে থাকতেন রুমা আক্তার।
নিহতের চাচা ইব্রাহীম খলিল জানান, বৃহস্পতিবার ভোরে এক প্রতিবেশি ঘরের দরজা খোলা দেখতে পেয়ে রুমা আক্তারের পরিবারের সদস্যদের জানান। পরে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেন স্বজনরা। থানায় খবর দিলে রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।