অল্পসময়ে পরিচিতি পাওয়া গায়ক নোবেলকে নিয়ে বিতর্কের শেষ নেই। ভারতীয় টিভি সিরিয়াল ‘সারেগামাপা’ থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেন উঠতি এই তরুন গায়ক। এখন তাকে নিয়ে বির্তকের শেষ হচ্ছে না।
এবার তাকে মানসিক বিকারগ্রস্ত বলে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল।
মেহরুবা সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীর নেশা রয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন করত- এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে বিচ্ছেদের বিষয়টি ফেসবুকে মঈনুল আহসান নোবেলও জানিয়েছেন। তিনি ফেসবুকে শুধু ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দিয়েছেন।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের।
একই বছর ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের নোবেল।