রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আটক করা হয়েছে দু’জনকে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে সেখানে সিনিয়র নেতাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সয়াল ১০টার দিকে জানান, বিএনপি অফিসের সামনে সব সময়ই পুলিশ থাকে। এ আর নতুন কী? আমাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবোই।
দলের নেতাকর্মীদের অভিযোগ, তাদেরকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া সামনেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী জানান, এখানে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।