নিজ পকেটে থাকা বোমার বিস্ফোরণে ডান হাত উড়ে গেছে নড়াইল লোহাগড়ার এক আওয়ামী লীগ নেতার। রোববার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুন্দশী সিঅ্যান্ডবি চৌরাস্তা জামে মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বোমায় হাত উড়ে যাওয়া ওই নেতার নাম শাহজাদা মোল্যা। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কুন্দশী সিঅ্যান্ডবি চৌরাস্তা মসজিদের সামনে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন কিছু বুঝে ওঠার আগেই দেখা যায়, বিস্ফোরিত বোমায় শাহাজাদা মোল্যার ডান হাতের কনুইয়ের নিচ থেকে হাড় মাংস উড়ে গেছে।
তখন তার সঙ্গী মামুন মোল্যা ও তোফায়েল শিকদার দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্যত্র সরানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে।
ঘটনাস্থলে টহলরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশের ভ্যান গাড়ি নিয়ে পার হওয়ার মাত্র ২০ গজ দূরে এলে বিকট শব্দ হয়। এ সময় গাড়ি থেকে নেমে দেখি আহত শাহাজাদাকে দুজন যুবক অ্যাম্বুলেন্সে উঠানোর চেষ্টা করছে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসি।
এদিকে আহত শাহাজাদা দাবি করেছেন, তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় কে বা কারা তার ওপর বোমা হামলা করেছে।
লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন জানান, আহত যুবক জ্যাকেটের পকেটে হাতে করে নিজেই বিস্ফোরিত বোমাটি বহন করছিল। পুলিশের গাড়ি দেখে আতংকিত হয়ে পালাতে গিয়ে তার পকেটে থাকা বোমাটি বিস্ফোরিত হয়ে ডান হাত উড়ে যায়। তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।