ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন” ভাবতেও পারি নাই যে আমার বন্ধু তালিকায় বাংলাদেশের এতো সংখ্যক পাকিস্তানের দালাল আছে। পুরা এক বেলা গেলো সেগুলোকে সাফ করতে। তবুও হয়তো কিছু রয়ে গেছে। মনে হচ্ছে এটি চলমান প্রক্রিয়া।
পাকিস্তানকে ভালোবাসলে ওদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করলে আমাকে ছেড়ে দিতে অনুরোধ করছি। আমি ৫০ বছর আগে পাকিস্তানকে দাফনকারীদের একজন।”