রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. লোকমান হেসেন আরও বলেন, তরুণীর বয়স হবে ২৫-২৬ বছর। পরনে সেলোয়ার কামিজ। তবে পরিচয় জানা যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে। তরুণীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হচ্ছে।