আগামীতে বিএনপির মত জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
চুন্নু বলেন, আমরা এখন আর সরকারের কোনো অংশ নই। আমরা বিরোধী দল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা আমাদের প্রার্থীর উপরে হামলা করেছে। পোস্টার ছিড়ে ফেলেছে। যার ফলে আমরা আগামীতে বিএনপি’র মত নির্বাচনে না যাওয়ার চিন্তা ভাবনা করছি।
তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেদিকে সরকারের দৃষ্টি নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির ভয়ে নৌকার প্রার্থীরা গণ্ডগোল করে বিজয়ী হচ্ছেন। এ কারণে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না।
জাপা মহাসচিব বলেন, দেশকে উন্নয়নের পথে নিতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে জনগণ। সেজন্য লেজুড়বৃত্তি ছেড়ে স্বতন্ত্র রাজনৈতিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যেতে হবে জাতীয় পার্টিকে।