শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের করা বক্তব্যকে ‘অগ্রহনোযোগ্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সোমবার (৬ ডিসেম্বর) জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
হানিফ বলেন , তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এই ধরণের বক্তব্য কোনোক্রমেই কাঙ্ক্ষিত নয়। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সুপারিশ করা হবে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ডা. মুরাদ হাসানের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি নাহিদ রেইন্স নামে ব্যক্তির উপস্থাপনায় দেওয়া বক্তব্যে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এরপরই বিষয়টি শুরু হয় তুমুল সমালোচনা।