সৌদিআরবের মক্কা থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ নির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’ এর প্রচার। এ লক্ষে চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়। অনলাইনে পোস্টারটি উন্মুক্ত হয়েছে সৌদি আরবের মক্কা থেকে।
পরিচালক খিজির হায়াত খান বলেন, ‘আমি এখন মক্কায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উপলক্ষে এখান থেকেই ‘ওরা ৭ জন’ সিনেমার অফিশিয়াল পোস্টার অনলাইনে মুক্তি দিয়ে সিনোমার প্রচারণা শুরু করলাম।’ সিনেমাটি আগামি বছরের শেষের দিগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, খিজির হায়াত খান ও জাকিয়া বারী মম প্রমুখ।