কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন ‘হিমালয়ী গৃধিনী’ শকুন উদ্ধার হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করেন আহম্মদ আলী নামের এক শ্রমিক সরদার
স্থানীয়রা জানান, শ্রমিক সরদার আহম্মদ আলী শকুনটি উদ্ধার করে নাওডাঙ্গার কুটি চন্দ্রখানা গ্রামের বাড়িতে নিয়ে উৎসুক মানুষের ভিড় জমে। পরে সোমবার বিকেলে তিনি শকুনটি বন বিভাগে নিয়ে যান।
উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান, ‘শকুনটি উদ্ধার করে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।’
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, ‘উদ্ধার শকুনটি মঙ্গলবার দিনাজপুরের সিংড়া শালবনে অবমুক্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘শীতকালে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখি বাংলাদেশে আসে। ধারণা করা হচ্ছে, শকুনটি পাশের দেশ ভারত থেকে এসেছে। শকুনটির নাম ‘হিমালয়ী গৃধিনী’।