মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের কল্যাণ বয়ে আনছেন। দেশ সেবায় প্রধানমন্ত্রীর ঐকান্তিক অবদানে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪০তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। সেসব সমস্যার বিষয়ে আমরা অবগত রয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সেসব সমস্যার সমাধান হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।