ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন অতিক্রম করার সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম শিকদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।