খুলনা মাহানগর এখন বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর। শহরের অলিগলিতে শুধু বিএনপির কর্মীরা। শহর এখন পরিনত হয়েছে মানুষের নগরীতে।
সোনালী ব্যাংকের মোড়ের আশেপাশের প্রায় পাঁচ কিলোমিটার লোকে লোকারণ্য। এর মধ্যো দেড় কিলোমিটার জুড়ে টানানো হয়েছে মাইক।
বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টা। কিন্তু প্রচণ্ড তাপের কারণে পৌনে দুই ঘণ্টা আগে শুরু হয়েছে সমাবেশ।
দুপুর সোয়া ১২টার দিকে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম। সমাবেশে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। মঞ্চে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।
এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, প্রচণ্ড তাপ সহ্য করতে পারছেন না নেতাকর্মীরা। তাই একটু আগেই শুরু করা হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় সব নেতাকর্মীরাই খুলনায় পৌঁছে গেছেন। তাই কোনো সমস্যা হবে না। এছাড়া শত বাধা উপেক্ষা করে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।