৫০ বছরের ক্ষত আর কত ?
হারানো ব্যথায় জ্বলে — আগুন
জলোচ্ছ্বাস – আর নদী ভাঙ্গা –
আগুন লাগে না জ্বলে ফাগুন—।
নদীর কূলেই উপকূল,
হয়ত সবার কাছে নাইবা হতে পারে !
হারানো ব্যথা – সর্বশান্ত ভাসিয়ে নেওয়া
কয়জন উপকূলীয়রা ভুলতে পারে !
হাজারো দিবস হয় পালিত -,
আমরাও করি -এবং করতেও— হয়।
ক্ষমতা নয় -অক্ষমতা— পুরাটাই ।
রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয় !
হাজারো দিবসের সাথে একটি
অগণিত দিবসের চাহিদা নাই
৭০ এর ভয়াল দৃশ্য —
হাজারো মানুষের কান্না, সম্পদ হারানো —
প্রিয় মানুষের লাশ — আজও কাঁধে ভর করে
যে মানুষ গুলো বেঁচে আছে —তাদের
মনে রাখার প্রায়াসে —
একটি উপকূল দিবস চাই ।