1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

এর আগে জুমার নামাজের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে আসতে শুরু করেন। এসময় তাদের পরনে রং-বেরঙের পোশাক ও হাতে বিভিন্ন লেখা সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। ছোট পিকআপভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে।

এসময় দলটি নেতাকর্মীরা ‘বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান দেন।

র‌্যালি শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে দলের শীর্ষপর্যায়ের নেতারা বক্তৃতা করেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি মালিবাগ মোড় হয়ে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

সংক্ষিপ্ত সমাবেশ ও র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান প্রমুখ উপস্থিত রয়েছেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD