বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত ১১টায় নিউমার্কেট থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের (নিউমার্কেট জোনের) সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি।