রাজধানীর যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা বিশ্বরোড জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি চাপাতি, একটি রামদা, একটি দা ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- কোরবান আলী, রাশেদ, জনি, কাশেম, রনি আহমেদ, পিয়াস, শাহীন, সজিব, মামুন হাওলাদার, পারভেজ, সাব্বির, আকাশ, মুন্না, পাবেল, কাউসার ও মাসুদ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এসব কথা বলেন।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানার এসআই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন ছিনতাইয়ের জন্য। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
মধুসুদন দাস বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।