চাঁদপুরের পর এবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগুনে পোড়া বাসটি সরকারিভাবে রিকুইজিশন করা। বাসটি কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের সরঞ্জামসহ নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে যায়।
পুলিশ বলছে দুর্বুত্তরা বাসটিতে আগুন দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, মোহরা কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রের জন্য রিকুইজিশন ছিল বাসটি। এটি নির্বাচনী কাজে ওই ভোটকেন্দ্রে যায়। বাসটি দাঁড়ানো অবস্থায় কেউ আগুন দিতে পারে। আগুন লাগার খবরে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নির্বাপণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, বাসটি নির্বাচনী কাজে ভোটকেন্দ্রে গিয়েছিল। কেউ বাসটিতে আগুন দেয়। পুলিশ এ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।