দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় একটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার ভোররাতে বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া বলেন, ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা। তিনি বলেন, স্কুলটির প্রধান শিক্ষকের তালাবদ্ধ কক্ষে আগুন লাগে। ওই কক্ষে কিছু বই আর আসবাবপত্র ছিলে। তবে একটি নাশকতা কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।