চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক-১৩০ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই পাইলটের নাম অসীম জাওয়াদ। তিনি বিএনএস ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে সকাল সাড়ে ১০টার দিকে বিধ্বস্ত হয় বিমানটি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, দুর্ঘটনার পর উইং কমান্ডার সোহান ও পাইলট অসীম প্যারাসুট নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। তবে অসীমের অবস্থা ছিল গুরুতর।
সূত্র জানায়, পতেঙ্গা নেভি বোট ক্লাবের ওপর দিয়ে উড়ছিল বিমানটি। তখনই হঠাৎ করে এতে আগুন লেগে সাগরে পতিত হয়।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড।
রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারক ইরকুত কর্পোরেশন নির্মিত ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। এই যুদ্ধযান ১৯৯৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। ২০০২ সালে এটিকে রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে এই বিমান প্রথমবারের মতো বাংলাদেশে আসে।