1. admin@prottashanewsbd24.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

কেরালায় আতশবাজি মজুতে বিস্ফোরণঃ আহত ১৫০

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

ভারতের কেরালা রাজ্যে আতশবাজির মজুতে বিস্ফোরণের জেরে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৮ অক্টোবর) রাতে কেরালার কাসারাগোদ জেলার অঞ্জুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে এই ঘটনা ঘটেছে।

কেরালার স্থানীয় উৎসব থেয়াম উদযাপন করতে মন্দিরটিতে আতশবাজি পোড়ানোর আয়োজন ছিল। মধ্যরাতে শুরু হয় আতশবাজি পর্ব। এ সময় একের পর এক আতশবাজি জ্বালানো হতে থাকে। তবে সেগুলোর মধ্যে একটি বাজি মন্দির চত্বরের কাছে রাখা স্তূপের ওপর গিয়ে পড়ে। তারপরই বিকট বিস্ফোরণ ঘটে।

প্রিয়েশ নামে এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদামধ্যম এনডিটিভিকে তিনি বলেন, মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। মাঝরাতে আমরা সবাই যখন উৎসবে মেতে আছি, হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম। তারপরই মন্দিরের আতশবাজির স্তূপের কাছে বড় একটি অগ্নিকুণ্ড দেখতে পাই। পরে মন্দিরের স্বেচ্ছাসেবকসহ আমরা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মন্দিরের যে জায়গায় আতশবাজি পোড়ানো হচ্ছিল, বাজির মজুতটি তার বেশ কাছেই ছিল। সারারাত ধরে আতবাজি পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। যদি বাজি পোড়ানোর জায়গা থেকে মজুতে জায়গাটি আরেকটু দূরে হতো, তাহলে এত আহতের ঘটনা ঘটত না।

স্থানীয় পঞ্চায়েতের ‍সদস্য ই শাজির এ ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে এনডিটিভিকে বলেন, এখানে নিয়মিত আতশবাজি পোড়ানো হয় না। তাই এ ধরনের বাজির ঝুঁকি নিয়েও সাধারণ জনগণের তেমন ধারণা নেই। এখানে দোষ মূলত মন্দির কর্তৃপক্ষের। আতশবাজি পোড়ানোর জায়গা থেকে যদি মজুতের স্থান দূরে হতো, তাহলে এমন ঘটতো না।

সূত্র : এনডিটিভি


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD