চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ১ হাজার ৯১১টি মামলার নথির কিছু নথি উদ্ধার করা হয়েছে। নথি গায়েবের ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম আদালত থেকে চুরি হয়ে যাওয়া ৯ বস্তা নথি কোতোয়ালি থানা এলাকার এক ভাঙরি দোকানের গোডাউন থেকে উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম নথি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার চোর। চুরি করে নথিগুলো ভাঙারি দোকানে বিক্রি করে দিয়েছিল ওই চোর। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। তার দেওয়া তথ্যে ভাঙারি দোকান থেকে কিছু নথি উদ্ধার করা হয়। বাকি নথিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘এখন পর্যন্ত ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে।’ এর আগে চট্টগ্রাম আদালতের বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথির খোঁজ না পাওয়ায় গত ৫ জানুয়ারি কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয়ের পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসকামরা।
ওসি আবদুল করিম বলেন, আদালতের বারান্দায় ওসব নথি ফেলে রাখা হয়েছিল। ওই ফ্লোরে কোন সিসিটিভি ক্যামেরা নেই। দুই তলার সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে চুরির ঘটনা শনাক্ত করা হয়েছে।