1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

গণধোলাইয়ে দুই গরুচোর নিহত/ তজুমদ্দিন, ভোলা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদটি শেয়ার করুন:

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করার সময় গণধোলাইতে দুই গরুচোর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে এলকাবাসীকে নিয়ে ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে তাদেরকে ধরে গণধোলাই দেয় । সংবাদ পেয়ে ভোর ৪ টার সময় তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করেন।

মৃত দুই চোর হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, “গরু চুরির ঘটনায় সোনাপুরে দুই চোরকে গণধোলাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করলে লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD