1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতীবাদে বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচী। স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির। শিবিরের হামলায় এক ছাত্র গুরুতর আহত/ সিলেট এমসি কলেজ। ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর/ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন পুলিশ সদস্যকে ঝুলিয়ে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আটক/গাজীপুর। জামায়াত নিয়ে কৌশলী বিএনপি, অন্যদের সাথে সংঘাত এড়িয়ে চলার সিদ্ধান্ত। বিকালে কমিটি ঘোষণা, রাতে ১৬০ জনের পদত্যাগ/বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। কুয়েটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি। ১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ/ গেজেট জারি।

কুয়েটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে না নেয়ায় একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে সহ সকল ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের বেঁধে দেয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হবার পরে এসব ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানো হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানানো হয়। বেঁধে দেয়া আল্টিমেটামের সময়সীমার মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অনির্দিষ্টকালের তালা ঝুলিয়েছেন বলে জানান তারা।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেডিকেল সেন্টারের একটি কক্ষে চিকিৎসা নিচ্ছেন। তবে সেখানে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ অবস্থায় রেখে পদত্যাগের দাবিতে মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে চিকিৎসা নিতে যান।

এর আগে, শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। তবে, শিক্ষার্থীরা সেই বিবৃতি প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD