অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে দেশব্যাপী বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে খুলনায় পুলিশ বাধা দিয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে অনশন শুরু করে বিএনপি।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ সেখান থেকে তাদের উঠিয়ে দেয়। এছাড়া ২ জনকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। এরপর বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অনশন শুরু করে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এ অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা খুবই খারাপ হলেও বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।
সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন