পাকিস্তান সুপার লীগের সপ্তম আসরে অ-বিক্রিত গেইল! আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ লীগে কেউ কিনলো না টি-টোয়েন্টির এ ফেরিওয়ালাকে। গত রোববার (১২ ডিসেম্বর) হয়ে গেলো টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দল ছয়টি।
ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও দ্য ইউনিভার্স বসকে কেউ দলে ভেড়ায়নি ।
এবারের পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে দল পাওয়া ছয়জন হলেন ফাখর জামান (লাহোর কালান্দার্স), টিম ডেভিড (মুলতান সুলতানস), ক্রিস জর্ডান (করাচি কিংস), কলিন মুনরো (ইসলামাবাদ ইউনাইটেড), হযরতউল্লাহ জাজাই (পেশোয়াড় জালমি) ও জেসন রয় (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)