দুই সপ্তাহ পিছিয়ে আজ ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২২’। (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বাংলা একাডেমি থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য কথা বলবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রদান করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১।
এবারের বইমেলার স্থান হলো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গা জুড়ে। একাডেমি প্রাঙ্গণে ১০২ প্রতিষ্ঠানকে ১৪২ এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২ প্রতিষ্ঠানকে ৬৩৪ ইউনিট- মোট ৫৩৪ প্রতিষ্ঠানকে ৭৭৬ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।