সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের দু’দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬ টা ২৯ ও ৩০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দু’দফা ভুমিকম্পের ফলে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। নগরের লোকজন বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
তবে প্রাথমিকভাবে সিলেটের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তথ্য জানাতে পারেনি। এদিকে- দু’দফা ভুমিকম্পে সিলেটে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে মানুষ রাস্তায় অবস্থান নেন।