আটদিন পর বাসায় ফিরেছেন নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। আজ দুুপুরে তিনি বাসায় ফিরেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর কোতয়ালি থানার ওসি।
উল্লেখ্য, গত ৯ই জুন ভোররাতে রংপুর থেকে ঢাকায় অসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। এরপর তার স্ত্রী সাবিকুন্নার স্বামীর সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠি দেন।
দেশে বিদেশে তার সন্ধানের দাবী উঠে।
রংপুর এলাকার বাবুখা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় তার মসাথে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও নিজ নিজ বাসায় পাওয়া যায়।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যামকে জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।
তবে কে,বা কারা তাকে অপহরন করেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।