ইউরো কাপ ২০২১ এ কোন মুসলিম খেলোয়াড়ের সংবাদ সম্মেলনে বিয়ার বা মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। উয়েফার এক মুখপাত্র এএফপিকে জানান” আমরা মুসলিম খেলোয়াড়দের জিজ্ঞেস করবো তাদের (বিয়ারের বোতলে) আপত্তি আছে কি নেই”। তিনি আরো জানান স্পনসর হেইনেকেন তাদের এ সিদ্ধান্তে কোন আপত্তি জানায়নি।
উল্লেখ্য যে,রোনালদো সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে রাখলে বড় ধরনে আর্থিক ক্ষতির মুখে পড়ে কম্পানিটি।
এর পরেই ধর্মীয় কারনে নুজের সামনে থেকে বিয়ারের বোতল সরিয়ে রাখেন ফ্রান্সের মুসলিম খেলোয়াড় পল পগবা। দুই ঘটনার পর পরেই নড়ে চড়ে বসে উয়েফা। আবার কেউ এমনটি করলে শাস্তি দেয়ার হুমকিও দেয় ইউরিপিয় ফুটবলের অভিবাবক উয়েফা। এবার সে হুমকি থেকে সরে এলেন।