নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ১-৩ গোলে শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত এ শিরোপা জিতলো দেশের নারী ফুটবলারেরা।
সোমবার বিকলে সোয়া ৫টায় নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে লেপালের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা।
শিরোপার লড়াইয়ে দলের হয়ে ১৪ মিনিটে গোল করেন শামসুন্নাহার। এরপর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কৃষ্ণা রানী সরকার।
বিরতির পর এক গোল হজম করে। তবে ৭৬ মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
নেপাল পঞ্চমবারের মতো সাফের ফাইনালে খেলছে। এর আগের পাঁচবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
অপরদিকে এতবার না হলেও স্বপ্নভঙ্গের অতীত সঙ্গী বাংলাদেশেরও। ২০১৬ সালে শিলিগুড়িতে ফাইনালে হেরেছিল তারা সেই ভারতের কাছেই।