ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
নিজেদের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে আজ অপেক্ষাকৃত দুর্বল ইকুয়েডরকে বিদায় করে আকাশি-নীলরা। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার প্রান ভোমরা মেসি ছিলেন দুর্দান্ত। গোল করিয়েছেন, করেছেন, দলকে জিতিয়েছেন।
চলমান কোপা আমেরিকার সবচেয়ে বেশী গোল ও এ্যাসিস্টের মালিক এ খুদে জাদুকর। ক্লাবের হয়ে সবকিছু জেতা হলেও দলের হয়ে উল্লেখযোগ্য কিছু না জেতা মেসি এবার এসেছেন সে শুণ্যতা পুরনের লক্ষ্য নিয়ে। ছরবারের বর্ষসেরার কোপা মিশনেও চলছে তার সে লক্ষকে সামনে রেখে। মেসির অসাধারন নৈপুণ্যে ইকুয়েডরের বাঁধা টপকায় আলবিসেলেস্তেরা।
কিন্তু ব্যাক্তিগত নৈপুণ্যে কিংবা অর্জনে মোটেও খুশি নন এ ফুটবল জাদুকর। সেমি ফাইনাল নিশ্চিতের পর সেটাই জানিয়ে দিলেন তিনি।
২০১৯ সালে সেমিতে ব্রাজিলের কাছে হেরে সে আসর থেকে ছিটকে পরে আর্জেন্টিনা। তবে এবার সে সম্ভাবনা না থাকলেও ফাইনালে মুখোমুখি হতে পারে চীর-প্রতিদন্ধি দুই দল। তবে, প্রতিদন্ধি যেই হোক, দেশের হয়ে শিরোপা জিততে মরিয়া এবার তারা।
মেসি বলেন, ‘ব্যক্তিগত অর্জন গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে (কোপা আমেরিকায়) এসেছি ভিন্ন কিছু করতে। সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কেননা ওরা নিজেদের উজাড় করে দিয়ে খেলছে। আমরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে দূরে। এটা বেশ কঠিন। আমাদের একটা লক্ষ্য রয়েছে। যা নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত ভাবছি।’