রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। মঙ্গলবার (৭ মার্চ) ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।