যমুনা ফিউচার পার্কের পকেট গেটের জায়গা নিয়ে বিরোধের জেরে রাতভর যুমনা গ্রুপ ও বসুন্ধরা গ্রপের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পরস্পরের উপর হামলা চালাতে দেখা গেছে। বসু্ন্ধরা গ্রুপের পক্ষে এসময় তাদের নিজেস্ব ফায়ার ব্রিগেডের ট্রাক ব্যবহার করে পানি ছিটাতে দেখা গেছে। উভয় পক্ষের কর্মীরাই মাথায় হেলমেট ও লাঠিসেটা নিয়ে অবস্থান নেন।
বসুন্ধরার কর্মীরা এসময় ইট ছুড়ে যমুনা ফিউচার পার্ক মার্কেটে ব্যাপক ভাংচুর চালিয়েছেন, জবাবে মার্কেটের ভেতর থেকে ও বসুন্ধরা গেইটের কুড়িল এর অংশ থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন যমুনার কর্মীরা।
সকাল ৮টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
যমুনা ফিউচার পার্কের বসুন্ধরা আবাসিকস্থ পকেট গেইট বন্ধ করা ও দুই শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান বিবাদের অংশ হিসেবে এই সংঘর্ষের সূত্রপাত।